SAVE THE CHILDREN Job Circular | কাজ করুন সিঙ্গাপুরে

Share it:
চাকরির জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে ‘সেভ দ্য চিলড্রেন’। রিজিওনাল চেঞ্জ অ্যান্ড ডিপ্লয়মেন্ট ম্যানেজার ও টেকনিক্যাল ট্রেইনার পদে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিঙ্গাপুরে। পদগুলোতে আবেদনের জন্য দেখে নিন বিস্তারিত :
যোগ্যতা
পদটিতে আবেদনের জন্য ফাইন্যান্স, অ্যাওয়ার্ড, মানবসম্পদ বা সরবরাহ (লজিস্টিকস) সংক্রান্ত প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজির পাশাপাশি ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ অথবা আরবি ভাষা জানা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক এনজিওতে কাজের অভিজ্ঞতাধারীদেরও নিয়োগে অগ্রাধিকার দেবে সেভ দ্য চিলড্রেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা কভার লেটার, জীবনবৃত্তান্ত এবং বর্তমান ও প্রত্যাশিত পারিশ্রমিক উল্লেখ করে আবেদনপত্র পাঠাতে পারবেন recruitment.singapore@savethechildren.org ঠিকানায়। আবেদনপত্র গ্রহণ করা হবে ৪ এপ্রিল, ২০১৬ তারিখ পর্যন্ত। এ ছাড়া আবেদনের জন্য বিস্তারিত জানা যাবে সেভ দ্য চিলড্রেন প্রকাশিত বিজ্ঞাপনে


Share it:

hot-job

international job in bangladesh

job in Singapore

NGO / Non Govt. Organization

ngo job bangladesh

save the children job circular

Post A Comment:

0 comments: